সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার


বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য অবস্থান নেন। পরদিন সকালে তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে সংশ্লিষ্টরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তাঁকে অচেতন অবস্থায় পান। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। সেনা জীবন শেষে তিনি ডেসটিনি গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে কারাগারে যেতে হয়।
ভিওডি বাংলা/জা