কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি শুটারগান অস্ত্র উদ্ধার করেছে কুষ্টিয়া র্যাব ১২।
রবিবার (৪ আগষ্ট) গভীর রাতে ভেড়ামারা আল্লাহরদর্গা পাঁকা রাস্তার মোড় ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব এর তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে। কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন হাউখালী মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে আল্লাহরদর্গা পাঁকা রাস্তার ডানপাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ