• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি-সংগৃহীত

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখানের মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি জানান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘শহীদ নাফিজদের রক্তের বিনিময়েই বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এই শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দেশে যেন আর কখনও ফ্যাসিবাদী শাসনের উদ্ভব না ঘটে, তা নিশ্চিত করাও জরুরি।’

ডিএফডির চেয়ারম্যান আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে হবে।’

অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে।’

এর আগে, নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতার্কিক শহীদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি)। ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা কলেজ, বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার মো. নাসিম এ গুলশান, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মো. তাইফুর রহমান মির্জা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা