• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোদালের কোপে আহত ইদু মিয়ার মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ইদু মিয়া। ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের কিত্তনখলা গ্রামে হাসি-ঠাট্টা থেকে শুরু হওয়া তর্কাতর্কি গড়ায় ভয়ানক সহিংসতায়। কোদালের কোপে গুরুতর আহত ইদু মিয়া (৫৫) শেষ পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ আগস্ট) সকালের দিকে কিত্তনখলা গ্রামের ইদু মিয়া হাওরে জমিতে ধান রোপণ করছিলেন। তার পাশের জমিতে একই গ্রামের জাহাঙ্গীর (৩২), পিতা মৃত মো. মোহাম্মদ আলী, কোদাল দিয়ে মাটি কাটছিলেন। দুইজনের মধ্যে শুরুতে হালকা হাসি-ঠাট্টা চলছিল, যা একপর্যায়ে রূপ নেয় উত্তপ্ত বাক্য বিনিময়ে।

হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে জাহাঙ্গীর। তার হাতে থাকা কোদাল দিয়ে আচমকা ইদু মিয়ার মাথায় আঘাত করলে ইদু মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ পরে ঢাকায় রেফার্ড করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ সুত্র মতে, ঘটনার খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জাহাঙ্গীর কে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় জনগণের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নিহত ইদু মিয়া একজন নিরীহ কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন বলে জানা যায়। 

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সোমবার বিকালের দিকে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে আটক করেছি। এবং আদালতে পাঠানো হয়েছে। রবিবার রাতে ইদু মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। ইদু মিয়ার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া দিন রয়েছে। 

নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে দ্রুত মামলা প্রক্রিয়াধীন করা হবে। তদন্তসাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসী এবং নিহতের পরিবার জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা