• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ০৮:১৯ পি.এম.
ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ মোট ২৬টি জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন খাল-বিলে ২২টি চায়না দুয়ারি জাল ও ৪টি ভেসাল জাল এবং পুটিয়াখালি বাজারের তিনটি দোকান থেকে আনুমানিক ৮ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারিরা অংশগ্রহণ করেন।

পরে জব্দ করা জালসমূহ উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, “চায়না দুয়ারি জাল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্যে ভয়াবহ ক্ষতি করে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অবৈধ জাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছিল এবং বাজারে অবৈধ জাল বিক্রির মাধ্যমে প্রজনন মৌসুমে বিপর্যয় সৃষ্টি করছিল। এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ