খড়মপুরে বার্ষিক ওরশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত


দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী শাহ পীর কল্লা শহিদ গেছু দারাজ ( র:) এর পবিত্র ওরশ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে মাজার কমিটি কর্তৃক এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, মাঝার কমিটির সহ-সভাপতি, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা , জনাব রাশেদুল ইসলাম , সাধারন সম্পাদক , জনাব মিন্টু খাদেম , মাজার কমিটির সাবেক সদস্য , জনাব শরীফ খাদেম ও অন্যান্য সদস্য বৃন্দ।
উপস্থিত ছিলেন , আখাউড়া উপজেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, ইউএনও জনাব রাশেদুল ইসলাম ও মিন্টু খাদেম ।
ইউএনও বলেন, আপনারা হয়ত জানেন, গত বছরে দেশের উদ্ধুত পরিস্থিতিতে আমরা সঠিক সময়ে ওরশ পালন করতে পারেনি; কিন্তু এবার আমরা নতুন কর্মযজ্ঞ নিয়ে এ অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছি তাই সবাই সহযোগিতা করবেন । দেশের আইনশৃংখলা স্বাভাবিক অবস্থায় আছে, সবাই নির্ভয়ে ও দেশের আইন মেনে সবাই উক্ত পবিত্র ওরশ মোবারকে অংশগ্রহণ করতে পারেন।
উল্লেখ্য যে, গত বছরে দেশের নতুন স্বাধীনতার আগমন উপলক্ষে উদ্ধুত পরিস্থিতিতে ও আইনশৃংখলার অবনতির আশংকায় বাৎসরিক ওরশ বন্ধ ছিল।
এ বছরের ১০ আগস্ট বার্ষিক ওরশ মোবারক শুরু হবে এবং ভক্ত-আশেকানদের নির্ভয়ে ওরশে যোগদান করার জন্য বিনীত অনুরোধ করেছেন মাঝার কর্তৃপক্ষ ও প্রশাসন।
ভিওডি বাংলা/এমএইচ