• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৬ জুলাইয়ের অনুষ্ঠানে গাইবেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার গান পরিবেশনের মাধ্যমে ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান উদযাপন করা হবে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। 

মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১টায় শুরু হবে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে রংপুরভিত্তিক ‘টংয়ের গান’ নামের একটি ব্যান্ড।

আর এই ‘টংয়ের গান’-এর প্রতিষ্ঠাতা সদস্য নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির।
সোমবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। অন্তু মুজাহিদ নামের একজন সাংবাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! এর চেয়ে পরিহাস কী হতে পারে? শফিকুল আলম ভাই, মাহফুজ আলমসহ সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে প্রশ্ন রাখছি। 

তিনি বলেন, আরেকটু খুলেই বলি, আগামীকাল ৩৬ জুলাই উদযাপন, নতুন স্বাধীনতার বর্ষপূর্তি যে আনন্দে রাজধানীসহ গোটা দেশ মেতে উঠবে।

এই আয়োজন শুরুই হবে সকাল ১১টায় ‘টংয়ের গান’-এর পারফরম্যান্সের মধ্য দিয়ে। আমার জানার ইচ্ছে, এই সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন? যদি তাই হয় তাহলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই আয়োজনের শুরুটা। টংয়ের গানের প্রতিষ্ঠাতা সদস্য নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির এবং সেই সেটার মূল গায়ক। আগামীকাল তারই গান দিয়ে এই অনুষ্ঠান উদযাপন শুরু হতে যাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখ, পরিতাম ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি কিভাবে এই সিলেকশন করেছেন? জেনে-বুঝেই নাকি ভিন্ন সংগঠন মনে করে?


ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ