• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

রাঙামাটি প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ১০:২৭ এ.এম.
ছবি-সংগৃহীত

আগামী মঙ্গলবার সকালে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার কথা থাকলেও পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় সোমবার (৫ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার রাত ১২টার আগেই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুটে পৌঁছে যায়, যা বিপৎসীমা অতিক্রম করে। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল নয়টার পরিবর্তে সোমবার রাতেই পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘গত ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় লেকের পানি ১০৭ ফুটে পৌঁছালে ৪ আগস্ট বিকেল ৩টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভাটি এলাকার জনগণকে জানানো হয়েছিল। তবে পরবর্তীতে বৃষ্টিপাত না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় জানানো হয় যে পানি ছাড়া হবে মঙ্গলবার সকাল ৯টায়। কিন্তু হঠাৎ করেই পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সোমবার মধ্যরাতে জলকপাট খুলে দেওয়া হয়।’

এছাড়া, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে। সব মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি লেক থেকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান ভাটি অঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং জানান, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি