তাড়াশে পুকুরে ডুবে ১ জনের মৃত্যু


সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গবার (৫ আগস্ট) সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ললুয়া কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু হামিদা খাতুন ওই গ্রামের মো. আব্দুল হামিদের মেয়ে। নিহতের পরিবার জানায়, মঙ্গবার সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
হামিদা খাতুন পুকুর ঘাটে দাঁড়ানোর পর পাঁকা ঘাটের শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুজি করে হামিদা খাতুনকে উদ্ধার করে খালকুলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।
হামিদা খাতুনের বাবা মো. আব্দুল হাদিম জানান, মঙ্গবার সকালে বাড়ির পাশে পুকুরের ঘাটে গোসল করতে যায় হামিদা। ওই সময় সে পা পিছলে পানিতে তলিয়ে যায়।
তাড়াশ খানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিউয়ার রহমান জানান, পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাবো।
ভিওডি বাংলা- শহিদুল ইসলাম রিপন/ জা