• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৯৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৯৩৩ জনে।

গতকাল সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন কিংবা সড়কে আহত অবস্থায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে দখলদার সেনারা। সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন আরও ২৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৩০০ জন ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট–এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলমান রয়েছে। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও থেমে নেই ইসরায়েলের হামলা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি