• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী

কুষ্টিয়া প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ পি.এম.
ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার  দেশব্যাপী সকল সকল থানা ও উপজেলার বিজয় র‍্যালী পালনের নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভার চত্বর থেকে  কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত  হয়।

এই র‍্যালীতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৩ সাবেক এমপি, কুষ্টিয়া  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য সোহরাব উদ্দীন,কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও উপস্থিত ছিলেন -সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ,সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব সহ সদর উপজেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। 

র‍্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ  বক্তারা বলেন-

দীর্ঘ ১৮ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাকস্বাধীনতা হরণ,ভোটাধিকার হরণ সহ খুন গুম করে এাসের রাজত্ব কায়েম করেছিল।গত বছরে জুলাই আগষ্ট ছাত্র জনতা এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সারা ব্যাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে ১৪০০ অধিক শহীদের রক্তের বিনিময়ে তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট হাসিনা আজকের এই দিনে এই দেশ থেকে পালিয়ে যায়।এতে চূড়ান্ত বিজয়ের ফলে ২য় স্বাধীনতা অর্জিত হয়।আমরা এই হাজারো শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।

বক্তারা আরো বলেন, হাসিনার পতন হলেও এই ফ্যাসিষ্টের চক্রান্ত থেমে নেই। এই খুনি স্বৈরাচার ভারতের মাটিতে বসে নীলনকশা তৈরী করছে কিভাবে এই বিজয়কে ব্যার্থ করা যায়।তাই আমাদের সকলকে ঐক্য থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা