নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন: হারুন


অন্তবর্তী সরকারে কাছে আমাদের জনগণের চাওয়া হলো সতেরোটি বছর যখন এদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তাদের গণতন্ত্র হারিয়ে ফেলেছে, তাদের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না, তখন এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, একটাই দাবি হলো, একটা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনারা একটা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় ছাত্র-জনতার ঐতহিাসকি গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে রাজবাড়ীর পাংশায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী পরবর্তী সমাবেশে এসব কথা বলেন, রাজবাড়ী জেলা বিএনরি সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন-অর রশীদ।
তিনি আরও বলেন, মানুষের প্রাণের স্পন্দন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ তারেক রহমান এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে দেশ পরিচালনায় সতেরটি/আঠারোটি বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন পরিণত বয়সে এসেছে, পরিণত পর্যায় এসেছে তখন চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে ৫ই আগস্ট যখন ফ্যাসিস্ট খুনী, ভোট চোর হাসিনা এদেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তাদের দোসরদের কিন্তু এখানে রেখে গেছে। আর সেই সমস্ত দোসরদেরকে নিয়ে পাশের একটি দেশে বসে প্রতিনিয়ত এই দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে যত শক্তি ছিল, সেই শক্তির সমন্বয়ে বর্তমান যে অর্ন্তর্বতী সরকার পরিচালিত হচ্ছে, সেই অন্তবর্তী সরকার হলো এদেশের হাসিনা মুক্ত, হাসিনা বিরোধী আন্দোলনের সমস্ত শক্তির।
বিজয় র্যালীতে উপজেলার সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিজয় র্যালীটি পাংশা থানা মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পাংশা বাজারের কালি বাড়ি মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ