জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ-মিছিল


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জদমায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখা’র উদ্যোগে এক গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণ-মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে পাংশা বাজারের কালী বাড়ি মোড়ে এসে শেষ হয়। এসময় "আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি" উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল অনুমানিক বিকাল সাড়ে ৫টায় পাংশা সরদার বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এ গণ-মিছিল।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন, উপজেলা নায়েবে আমীর মনজুর রহমান মিঞা এবং পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল প্রমুখ।
এসময় উপজেলার সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
ভিওডি বাংলা/ এমএইচ