• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৮:০৭ পি.এম.
ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে   বিএনপির উদ্যোগে শহরে একটি বিজয় র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে র‌্যালিটি কুমারখালী হল বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের  নেতাকর্মী অংশ নেন।

বিজয় সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দেশে সাম্প্রতিক সময়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ,  মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আতিকুর রহমান সবুজ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা