• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাধীনতার লড়াইয়ে পঙ্গু, জীবিকার লড়াইয়ে অসহায়

ময়মনসিংহ প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ পি.এম.
জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী পারভেজ মিয়া। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পারভেজ মিয়াকে ৩৫ হাজার টাকার অনুদান দিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নাজমুল হাসান খান।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলেজের কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, বিএমএ ময়মনসিংহের সাবেক সভাপতি একেএম মুসা শাহীন, ড্যাব ময়মনসিংহ শাখার সভাপতি মো. বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন নাসিমসহ অন্যান্য চিকিৎসকরা।

অধ্যক্ষ নাজমুল হাসান বলেন, “পারভেজের মতো বীরদের কারণেই স্বৈরাচারের পতন ঘটেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ দিয়েছে। তাই এই যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্য অনুযায়ী সহায়তা করছি, তবে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হওয়া জরুরি।”

চেক হাতে নিয়ে আবেগাপ্লুত পারভেজ বলেন, “আমি গরিব পরিবারের সন্তান। সংসার চালাতে গার্মেন্টসে চাকরি করতাম। আন্দোলনে যোগ দিয়ে গুলিতে পেট ও পায়ে আঘাত পাই। এরপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না।”

তিনি আরও বলেন, “চিকিৎসায় সবটুকু সহায়তা জুলাই ফাউন্ডেশন থেকে পেলেও তাতে কিছুই শেষ হয়নি। এখন আয় নেই, চিকিৎসা ব্যয় ও সংসারের খরচে ঋণের বোঝা বাড়ছে। সদ্যোজাত মেয়েকে নিয়ে স্ত্রীকেও পাঠাতে হয়েছে শ্বশুরবাড়ি। এমন পরিস্থিতিতে সরকার যদি আমাদের মতো পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে বাঁচার একটা আশা জাগে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা