• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ট্রাম্পের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১১:৪৭ এ.এম.
ছবি-এএফপি (ফাইল)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আলোচনায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে ড্রোন চুক্তির বিষয় উঠে এসেছে।

মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত।’

সম্প্রতি ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন। তিনি আগামী ৮ আগস্টের মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, অন্যথায় রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ শিগগিরই মস্কোতে রুশ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জেলেনস্কি তার রাতের ভাষণে জানান, ট্রাম্প ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছি এবং যুদ্ধ থামাতে বিভিন্ন কাঠামো প্রস্তাব দিয়েছি। রাশিয়াকে বলা হয়েছে-আকাশে শান্তি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নয়, বিশেষ করে নাগরিক অবকাঠামো ও জ্বালানি খাতে। কিন্তু রাশিয়া নিষ্ঠুরভাবে এসব লঙ্ঘন করেছে।’

ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানি করা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে ক্রেমলিন-ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের এই আল্টিমেটাম মেনে নেবেন না।

জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের ড্রোন চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। ইউক্রেন এই বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে, যাতে দেশীয় অস্ত্র শিল্পকে আরও শক্তিশালী করা যায়।

ভিওবি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত