• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানে একদিনেই তাপমাত্রার দুই রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জাপানে একদিনেই তাপমাত্রার দুটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটির ইসেসাকি শহরে প্রথমে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, পরে তা বেড়ে দাঁড়ায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে-যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর গত মাসটি ছিল সবচেয়ে গরম। গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.৮৯ ডিগ্রি বেশি।

কিয়োটো শহরেও প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। চরম গরমের কারণে ৪৭টি প্রদেশের মধ্যে ৪৪টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।

চরম গরমের প্রভাবে ধান চাষ ব্যাহত হচ্ছে, কমে গেছে বৃষ্টিপাত এবং দেখা দিয়েছে পানির সংকট। আবহাওয়া অফিস জানায়, পশ্চিম জাপানে মৌসুমি বৃষ্টি তিন সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে।

বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠী ঝুঁকিতে থাকায় সরকার সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার ও পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানের বিখ্যাত চেরি ফুল আগেভাগে ফুটছে কিংবা ঠিকমতো ফুটছেও না। শরৎ ও শীত যথেষ্ট ঠান্ডা না হওয়ায় ফুল ফোটার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

গত বছর মাউন্ট ফুজির বরফচূড়াও যথাসময়ে দেখা যায়নি। সাধারণত অক্টোবরের শুরুতে বরফ দেখা গেলেও এবার তা দেখা গেছে নভেম্বরের শুরুতে।

এদিকে, প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় জুলাই ছিল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গরম। সেখানকার গড় তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম ইউরোপেও চলতি বছর রেকর্ড গরম পড়েছে। গবেষণায় উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি