• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০১:৪২ পি.এম.
ভিওডি বাংলা

গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না: "পাপ্পা" চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, গণ অভ্যুত্থানের একক দাবীদাররা গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন রেখে কক্সবাজারে “অবকাশ“ এ কেনো জাতি জানতে চায়। তিনি বলেন গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল কেউ বুনতে চাইলে, সে বা তারা যেই হউন না কেন জনগণ তাদের প্রতিহত করবে। 

মঙ্গলবার(৫ আগষ্ট) বিকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপি ও অংগসংগঠন আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল জাতীয় ও দলীয় এবং রঙ বেরঙের পতাকা, ফেস্টুন, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানসহ গণ অভূয়ত্থানের শহীদদের ছবি নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে যেয়ে শেষ হয়। 

বিজয় মিছিল পূর্ব সমাবেশে, “এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’ তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম আহবায়ক "পাপ্পা" বলেন, আল্লাহ না করুন, সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুইটি দল দায়ী থাকবে। 

তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না । তিনি গণ ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন ইতিহাসের নিকৃষ্ট ফ্যসিবাদী হাসিনার পতন ও পালায়নের মধ্য দিয়ে হাজারও শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যে ও সমনবয়হীনতার কারণে যেনো ম্লান না হয়। তিনি বলেন, সংস্কার ও জুলাই ঘোষণায় ঐকমত্য হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা ও সহযোগিদের বিচার শুরু হয়েছে , এখন দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, অনেক কালক্ষেপণ হয়েছে, এখন জনগণ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায়। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেতে শুরু করেছে। নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া দেশকে যেমন স্থিতিশীল রাখা যাবে না, তেমনি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাস্ট্র বিনির্মাণসহ সংস্কার, গণ অভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার সম্ভব না।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান আহমদ এর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট শওকত ওসমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, বাঁশখালীর মানুষের জনপ্রিয় ব্যক্তি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর ছবুর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আয়ুব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল হক জাহেদ ও প্রফেসর মোঃ মুবিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মহসিন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মূসা মেম্বার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমতিয়াজুল হক জিল্লু, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক জামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক আহমদ ছগির, সরল বিএনপি নেতা মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আশেক এলাহী সোহেল, পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ হেফাজ উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, উপজেলা সেচ্ছাসেবল দলের সদস্য সচিব মোহাম্মদ দিদারুল ইসলাম, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কাইছার বাদশা, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদীল চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, চাম্বল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসান মুহাম্মদ এরশাদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক নিলুফা আক্তার, বাঁশখালী উপজেলা মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলি, পৌরসভা বিএনপি নেতা জিয়াউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবদুর ছবুর, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য এস এম আবু তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা আসিফ, বেলাল মাহমুদ, যায়েদ, নুরুন্নবী, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন জিহানসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা