• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত সেই গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারিয়াকান্দিতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

মঙ্গলবার (৫ আগস্ট)  সকাল ১১টায় উপজেলা বিএনপির ব্যানারে এক আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সারিয়াকান্দি পাবলিক মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর হয়ে ওঠে সারিয়াকান্দির রাজপথ।

র‍্যালি শেষে পাবলিক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ও এম রুবেল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, বিকেল ৪টায় পৌর বিএনপির উদ্যোগে সারিয়াকান্দি মাদ্রাসা মোড় থেকে পৃথক একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব।

উক্ত কর্মসূচিতে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “২০২৪ সালের এই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক-মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।” তাঁরা ভবিষ্যতেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির