• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নন্দিত গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন বরাবরই সরব সঙ্গীতাঙ্গনে। নানামাত্রিক গানের পাশাপাশি তিনি বিশেষ দিবস ও বিষয়ভিত্তিক গানেও রাখেন উপস্থিতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী এবার গাইলেন রবীন্দ্রসংগীত-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে।

আজ ৬ আগস্ট, বিশ্বকবির ৮৪তম মহাপ্রয়াণ দিবস। এদিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে শফিক তুহিন কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘তুমি রবে নীরবে’-তে। তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। সংগীতায়োজন করেছেন সালমান জেইম।

গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক লোকেশনে। পরিচালনা করেছেন শুভব্রত সরকার। মডেল হিসেবে ছিলেন জান্নাতি লিয়া। ভিডিওতে শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন শফিক তুহিন ও বন্নি হাসান দুজনেই।

গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘শৈশব থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে জানার আগ্রহ বেড়েছে, তার সৃষ্টির প্রতি ভালোবাসাও গভীর হয়েছে। তাই আজকের এই দিনে, গানের মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছি।’

তিনি আরও বলেন, ‘গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। বন্নি হাসান খুব ভালো গেয়েছেন, পুরো কাজটি যত্ন নিয়ে করা হয়েছে।’

‘তুমি রবে নীরবে’ আজই প্রকাশিত হচ্ছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, এর আগে প্রায় ছয় বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন।

ভিওডি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা