• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়েতে পানির ট্যাংক বিস্ফোরণে ৩ প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাংক বিস্ফোরণে তিনজন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। ট্যাংকটি রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তীব্র তাপদাহ ও রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। নিহত তিনজনই ট্যাংকের ভেতরে অবস্থান করছিলেন, ফলে তাদের উদ্ধারের কোনো সুযোগ ছিল না।

বিস্ফোরণের পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উচ্চ তাপমাত্রা ও পরিষ্কারক রাসায়নিকের সংমিশ্রণে ভয়াবহ বিক্রিয়া ঘটে, যা বিস্ফোরণের মূল কারণ হতে পারে।

এ ঘটনায় নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

দুর্ঘটনাটি প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে প্রশিক্ষণ ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করার গুরুত্ব আবারও সামনে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়