• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আব্দালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তিতাস আহম্মেদ ৬ আগস্ট  কুষ্টিয়ার ইবি থানাধীন আব্দালপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে সাপের কামড়ে মমতাজ (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ ঘরেই সাপের কামড়ের শিকার হন মোঃ মকুলের কিবরিয়ার স্ত্রী মমতাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপে কাটার পর পরই পরিবারের সদস্যরা একজন স্থানীয় রাজু নামের এক সাপুড়েকে খবর দেন। সাপুড়ে এসে নিজের তান্ত্রিক পদ্ধতিতে বিষ নামানোর চেষ্টা করলেও কোনো সুফল মেলেনি। উল্টো মমতাজের বমি হতে থাকে।

অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে বমি কমানোর জন্য বড়ি দেন এবং দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ফোন কলে সাপুড়ে রাজুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সাপটির নাম কালগুমরা,খুবই বিষধর,অতিবৃষ্টির জন্য বাসা বাড়িতে উঠে।আমি সর্বচ্চ চেষ্টা করেছি,তার আগেই বিষ সর্বশরীর হয়ে গেছে। 

ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে হাসপাতালের পথে রওনা হলে ভাদালিয়া নামক স্থানে পৌঁছালে মমতাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানকার স্থানীয় ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এবং এলাকাবাসী সাপের উপদ্রব কমানো ও এথেকে বাঁচার শলাপরামর্শ করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় বিএনপির নেতার হত্যায় মামলায় ৬ জনের যাবজ্জীবন
কালিয়ায় বিএনপির নেতার হত্যায় মামলায় ৬ জনের যাবজ্জীবন
ইবিতে জিয়া পরিষদের উদ্যোগে রেইনকোট পেল ১৫০ ভ্যানচালক
ইবিতে জিয়া পরিষদের উদ্যোগে রেইনকোট পেল ১৫০ ভ্যানচালক
মধুপুরে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে শিমুল আলু
মধুপুরে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে শিমুল আলু