• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিগত নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : ডা. জাহিদ

কুমিল্লা প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পি.এম.
কুমিল্লায় বিএনপির সমাবেশে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত চারটি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। আমরা আশা করব, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপির অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সাধুবাদ জানাই।

তিনি বলেন, আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন আপনাদের অনুরোধ করব, রাজনীতির মাঠে আসুন, আপনাদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে আর আপনাদের যা আছে, তা নিয়ে জনগণের পাশে আসেন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন, শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতারা। সমাবেশ শেষে বিশাল বিজয় র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা