• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি

বিনোদন ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ০১:২৮ পি.এম.
হিরো আলম-রিয়া মনি-ছবি সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রিয়া মনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়া মনি। 

সম্প্রতি হিরো আলম এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন। ওই পোস্টে তিনি দুজনের ছবি শেয়ার করলে তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

রিয়া মনি জাগো নিউজকে বলেন,  ‘একটি কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে আর সংসার করার মতো পরিস্থিতি নেই। সে আগের চেয়েও বেশি সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিভোর্স দিয়েছি।’

হিরো আলম জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি জানেন না। তিনি বলেন, ‘রিয়া মনি আগের সবকিছুর জন্য ক্ষমা চেয়েছিল, আমিও ক্ষমা করে দিয়েছিলাম। কয়েকদিন আগে সে বলেছিল, ‘চলো বগুড়ায় চলে যাবো’। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর দেখি সে অভির সঙ্গে কক্সবাজারে গেছে। আমি সেখানেও যাই, কিন্তু তাদের পাইনি।’

হিরো আলম আরও অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই। আজকে কক্সবাজারে অভির সঙ্গে ধরা পড়েছেন।’

তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

সংক্ষিপ্ত পটভূমি-বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগে রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ছিলেন হিরো আলম। সেই সময় হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। পরে রিয়া মনি তার পাশে দাঁড়ালেও, বর্তমানে এই সম্পর্ক ভেঙে গেছে আইনি বিচ্ছেদের মধ্য দিয়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রূপে ফিরছেন আফরান নিশো
নতুন রূপে ফিরছেন আফরান নিশো
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি