• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তুহিনের নেতৃত্বে নীলফামারীতে বিএনপির বিজয় মিছিলে জনস্রোত

নীলফামারী প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রায় ৩০হাজারের অধিক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালি করেছে নীলফামারী জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ডিসি অফিস চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে গাছবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। র‌্যালি শুরুর আগে ডিসি অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি। এদিকে বিজয় র‌্যালি উপলক্ষে জেলা শহরের সকল ওলিগলি পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা দুপুর থেকে দলে দলে যোগদান করেন বিজয় মিছিলে।

এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মুক্তার হোসেন বক্তৃতা দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন বলেন, “স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮ বছরের যন্ত্রণা দূর হয়েছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না। আমরা তাদের স্যালুট জানাই। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তুহিন বলেন, “সবাই একত্রিত থাকেন, নির্বাচনের প্রস্তুতি নেন।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমানের শ্লোগান—‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’—এটির প্রতিফলন ঘটাতে হবে।” র‌্যালিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা