জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সৈয়দপুরে বিজয় র্যালি


জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও গণজমায়েত করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এর পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে, শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কস্হ বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয় । এসময় মিছিলে অংশ গ্রহণ করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা সৈয়দপুর পৌর ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মিরা।
গণজমায়েতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতারের সঞ্চালনায়। বিজয় মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কন্ঠ শিল্পী বেবী নাজনীন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, বিএনপি র নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, শওকত হায়াত শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সামছুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টুসহ অনেকে।
এছাড়াও জেলা ও উপজেলার সিনিয়র নেতৃত্বসহ যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদল, জাসাস, জিয়া মঞ্চ সহ বিভিন্ন অংগ সংঠনের নেতাকর্মীরা বিজয় র্যালী ও পথসভায় অংশ গ্রহণ করেন, এর আগে (৫ আগষ্ট) বিকালে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি র উদ্দেগে স্থানীয় মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় এই বিজয় মিছিল ও পথসভা হয়। এতে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিক,
একই দিনে ৫ আগস্টে সন্ধ্যায় সৈয়দপুরে পৃথকভাবে পথসভা ও বিজয় মিছিল করে পৌর ও উপজেলা বিএনপি আয়োজনে উপজেলার কামারপুকুর বাজারে উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়েছে, পথসভা শেষে কামারপুকুর বাজারে বিজয় মিছিলে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় প্রাঙ্গণে এসে শেষ হয়।
৫ আগস্ট বিকেলে সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বাবলুর সঞ্চালনায় বিজয় মিছিলটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে শহীদ ডাঃ জিকরুল রোডে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
ভিওডি বাংলা/ এমএইচ