• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ফেনী প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৭:০২ পি.এম.
পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। ছবি: ভিওডি বাংলা

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। ছবি: ভিওডি বাংলা

সভাপতির বক্তব্যে ওমর ফারুক বলেন, “এই বিদ্যালয়ের সুনাম ও কৃতিত্ব আমাদের গর্ব। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে আমরা সবসময় পাশে থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, সমাজসেবক নিজাম উদ্দিন চিশতী, ডা. জুলফিকার (অভিভাবক প্রতিনিধি), শামীম আনছারী (সাবেক গভর্নিং বডি সদস্য, এ জেড খান স্কুল অ্যান্ড কলেজ), এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন।

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। ছবি: ভিওডি বাংলা

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক উম্মে তাজবিদ বাইকার ও নুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মোস্তাক আহমদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সুমন চন্দ্র দাস। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক মোস্তাক ও নুরুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ইসরাত জাহান বৃষ্টি ও ইরিন সুলতানা।

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। ছবি: ভিওডি বাংলা

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে বন্ধন দৃঢ় করতে এমন আয়োজনের প্রশংসা করেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন