শুরু হচ্ছে ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’


বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আবারও ফিরছে নতুন আঙ্গিকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে মাছরাঙা টেলিভিশন এ প্রতিযোগিতা সম্প্রচার করবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।
আয়োজকরা জানান, ‘ম্যাজিক বাউলিয়ানা’ কেবল একটি সংগীত প্রতিযোগিতা নয়, এটি বাংলার লোকসংগীতের ঐতিহ্য রক্ষা ও নবীন প্রজন্মের মাঝে এর বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৩ সালে শুরু হওয়া এই শো ইতোমধ্যে অসংখ্য তরুণ প্রতিভাকে দেশের অন্যতম সেরা প্ল্যাটফর্মে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে।
এবারের আসরের অডিশন শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন ও মাস্টার সিলেকশনে। সেখান থেকে চূড়ান্ত শিল্পীরা পারফর্ম করবেন স্টুডিও রাউন্ডে। বিচারকের আসনে থাকছেন দেশবরেণ্য তিন সংগীতশিল্পী—শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।
শুধু প্রতিযোগিতাই নয়, ‘ম্যাজিক বাউলিয়ানা’ নবীন শিল্পীদের আত্মবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি পেশাদার সংগীতজীবনের ভিত্তি তৈরি করে দিচ্ছে। ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী ও নয়ন সূত্রধরের মতো শিল্পীরা এই প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছেন এবং লোকসংগীতে নতুন অধ্যায় যুক্ত করেছেন।
প্রতিযোগীদের গানের স্বত্ব, রয়্যালটি এবং ন্যায্য মূল্যায়নের বিষয়েও নিশ্চিত করে আয়োজকরা জানান, শিল্পীদের পেশাদার ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
শো-তে অংশ নিতে আগ্রহীরা ভিজিট করতে পারেন www.magicbauliana.com.bd অথবা যোগাযোগ করতে পারেন ০৮০০০৮৮৮০০০ নম্বরে।
ভিওডি বাংলা/ আরিফ