• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৩২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ১০:৪০ এ.এম.
ছবি- সংগৃহীত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (আগস্ট)  ভোর থেকে গাজা শহরের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে রয়েছে: আল-শাতি শরণার্থী শিবির: একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় নিহত ৩ জন, শেখ রিদওয়ান এলাকা: এক বৃদ্ধ ও দুই নারী নিহত, আল-তুফাহ এলাকা: এক নারী এবং একই পরিবারের ৬ সদস্য (পিতা-মাতা ও চার শিশু) নিহত, নুসেইরাত শরণার্থী শিবির: অ্যাপার্টমেন্টে হামলায় নিহত ৪ জন, যাদের মধ্যে ২ জন শিশু, খান ইউনিস: একটি বাড়িতে গোলাবর্ষণে নিহত ৫ জন এবং ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায় গুলিতে নিহত আরও ৫ জন, আল-মাওয়াসি এলাকা: ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত ও বানি সুহেইলা, খান ইউনিস: আরও ৩ জন বেসামরিক নাগরিক নিহত।

এদিকে, গাজায় চলমান এই অভিযান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিল আরাকান আর্মি
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিল আরাকান আর্মি
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক