• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাউফলে জামায়াতকর্মীকে যুবদল নেতার মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পি.এম.
হাসপাতালের বেডে আহত জামায়াত কর্মী । সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের এক নেতার বিরুদ্ধে। মিছিলে অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

আহত জামায়াতকর্মীর নাম ফারুক হাওলাদার। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। বর্তমানে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে আয়নাবাজ গ্রামে।

হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হাওলাদার সাংবাদিকদের বলেন, “বিএনপির রাজনীতি করার জন্য আমাকে একাধিকবার প্রস্তাব দেন কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম পঞ্চায়েত। আমি রাজি না হয়ে সম্প্রতি ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিই। এতে ক্ষুব্ধ হয়ে জসিম আমাকে লক্ষ্যবস্তু বানান।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট বাউফলে জামায়াতের একটি আনন্দ মিছিলে অংশগ্রহণ করার পরদিন সকালে জসিম পঞ্চায়েত ও তার সহযোগীরা আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করেন। আমার গোপনাঙ্গে আঘাত করায় আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলি।”

ফারুক অভিযোগ করেন, হামলাকারীরা তাকে এলাকা ছাড়ার হুমকিও দেন। “তুই জামায়াত করিস, আজকের মধ্যে কালাইয়া ছাড়বি, না হলে মেরে ফেলব”—এমন হুমকি দিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, “আমরা এলাকায় জামায়াতের দাওয়াতি কার্যক্রম চালাতে গেলেই বাধা দেন জসিম ও তার অনুসারীরা। সাংগঠনিক কার্যক্রমেও বাধা সৃষ্টি করছেন তারা।”

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জসিম পঞ্চায়েত বলেন, “এটি একটি জমিজমা সংক্রান্ত বিরোধ। আমাকে সালিশকারী করা হয়েছিল, আর ফারুক সেখানে সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে চাষাবাদ চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগ মিথ্যা। এটা রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “চায়ের দোকানে কথাবার্তার জেরে যুবদল নেতা জসিম জামায়াতকর্মী ফারুককে ঘুষি ও লাথি মেরেছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২