• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলকাতায় আওয়ামী লীগের গোপন পার্টি অফিস

ভিওডি বাংলা ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ০১:০৭ পি.এম.
বাংলাদেশ আওয়ামী লীগ লোগো। সংগৃহীত ছবি

ছাত্র ও জনতার টানা আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। একইসঙ্গে দলটির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্ষমতা হারানোর পর বহু আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে। ভারতের পশ্চিমবঙ্গেই আশ্রয় নিয়েছেন তাদের বড় একটি অংশ।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে অবস্থানরত এসব নেতাকর্মীরা শুধুমাত্র সেখানে বসবাস করছেন না, বরং কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, সেখানে নিয়মিত যাতায়াত করছেন আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাকর্মীরা, যারা এক বছর আগেও বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন অবস্থানে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দল নিষিদ্ধ হওয়ার পর প্রাথমিকভাবে এসব নেতাকর্মী নিজেদের বাসায় ছোট পরিসরে বৈঠক করতেন। বড় ধরনের বৈঠক হতো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে ভাড়া নিয়ে। কিন্তু সম্প্রতি তারা একটি বাণিজ্যিক ভবনের আট তলায় গোপনে একটি অফিস স্থাপন করেছেন, যেটিকে অভ্যন্তরীণভাবে ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তবে স্থানীয়দের নজর এড়াতে অফিসটিতে নেই কোনো সাইনবোর্ড, ব্যানার বা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। ভেতরে থাকা নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের নিরাপত্তার কথা ভেবেই অফিসটিকে একটি সাধারণ বাণিজ্যিক অফিসের আকারে রাখা হয়েছে।

আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে বলেন, “৩০-৩৫ জনের ছোট বৈঠক এখানেই হয়ে যায়, তবে বসতে একটু চাপাচাপি করতে হয়। এখনও অনেক ছোট বৈঠক নেতাদের বাসায় হয়। বড় ধরনের জমায়েত হলে ব্যাংকোয়েট হল বা রেস্তোরাঁ ভাড়া নেওয়া হয়।”

দলটি প্রকাশ্যে নিষিদ্ধ হলেও ভারতে তাদের এই গোপন তৎপরতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির