• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ তুরাবের ভাই

সিলেট প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। পদত্যাগপত্রের কপি শুক্রবার সাংবাদিকদের হাতে পৌঁছেছে। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে ৯ জন পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে জাবুর লিখেছেন তিনি এনসিপির একজন সদস্য ও সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।

ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। তাই স্বেচ্ছায় অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাবুর।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলা হলেও ৫ আগস্ট একজন জুলাইযোদ্ধার সাথে দুর্ব্যবহার করে তোপের মুখে পড়েন তিনি। পরের দিন এ ঘটনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপে তা সমাধান হয় এবং তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এর পরদিনই তিনি এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, কমিটি ঘোষণার পর সম্প্রতি সিলেটে এনসিপি থেকে বারবার নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা