• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন আমাদের কাছে ব্যালটের যুদ্ধ: ড. শফিকুল

বাউফল (পটুয়াখালি)  প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৫:৫০ পি.এম.
সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ-ছবি-ভিওডি বাংলা

নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি ‘ব্যালটের যুদ্ধ’-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘আমরা যেমন সালাত আদায় করি, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজও আমাদের দায়িত্বের অংশ। আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং বোনদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে-এই স্লোগানকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। প্রথমবার কারো কাছে পৌঁছালে, স্বাভাবিকভাবেই তার মনে একটা দুর্বলতা তৈরি হয়, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও জামায়াত নেতা মো. হাসনাইন ও মোহাম্মদ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ