• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদের “এডহক” কমিটি গঠন

নেত্রকোণা প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৮:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা  জেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতির গৌরব ও অহংকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে।  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত ১১ সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটিতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান -কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহাবুব  কে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার -কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী,ডাঃ নির্মল চন্দ্র চন্দ্র, আব্দুল বারী চান  মিয়া, মতিউর রহমান, আব্দুল জব্বার, আব্দুল হামিদ , জালাল উদ্দীন, নূরুল হক ভূঁইয়া।

এ সময় সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের সংবাদে জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২