সালমানের পর এবার কপিল শর্মা টার্গেটে


গত বছর থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে এসেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং। এবার তাদের টার্গেটে উঠে এসেছে জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নাম।
গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয় কপিল শর্মার কানাডার একটি রেস্তোরাঁয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগের তুলনায় এবার হামলাটি ছিল অনেক বেশি পরিকল্পিত ও ভয়ঙ্কর। এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। পাশাপাশি, গোল্ডি ব্রার ও গোল্ডি ঢিলোঁর গ্যাংও দ্বিতীয় হামলার দায় স্বীকার করেছে।
ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিও বার্তায় আন্ডারওয়ার্ল্ড গ্যাং সদস্যদের বলতে শোনা যায়, "খুব শিগগিরই আরও একটি হামলা চালানো হবে—তবে এবার কানাডায় নয়, সরাসরি মুম্বাইয়ে।"
প্রসঙ্গত, ব্যবসায়িক উদ্দেশ্যে কপিল শর্মা সম্প্রতি কানাডায় একটি ক্যাফে চালু করেন। কিন্তু রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই শুরু হয় হুমকি আসা। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঠিক এক মাস না যেতেই ফের দ্বিতীয় হামলার শিকার হয় ক্যাফেটি।
বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এই ঘটনার পর কপিল শর্মার ব্যক্তিগত নিরাপত্তা এবং মুম্বাইয়ে সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে বলিউড অঙ্গনে।
ভিওডি বাংলা/ আরিফ