• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ১০:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে ওই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২.১৫ মিটার, যা বিপৎসীমার চেয়ে বেশি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরগতিতে বাড়ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে নদীর পানি আবারও বাড়তে পারে এবং নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় নদীর পানি কিছুটা কমতে দেখা গেছে। দোমোহনীতে শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৮৫.৫৯ মিটার, যা রাত ৮টায় কমে দাঁড়ায় ৮৫.৫২ মিটারে। ১১ ঘণ্টায় সেখানে পানি কমেছে ৭ সেন্টিমিটার। একই সময়ে গজলডোবা ব্যারাজেও পানি ৫ সেন্টিমিটার কমেছে।

উজানে পানির প্রবাহ কমলেও তিস্তায় রাত ১২টা পর্যন্ত পানি কিছুটা বাড়তে পারে। এরপর তা স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,‌ ‌‘পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা