• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, স্বামী পলাতক

শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি- ভিওডি বাংলা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম খলিলুর রহমান। তার ছেলে-মেয়েরা বিবাহিত ও আলাদা বসবাস করায়, দীর্ঘদিন ধরে তিনি একাই অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করছিলেন। বয়সজনিত মানসিক চাপ ও ক্লান্তি থেকে তিনি মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে খলিলুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে টেনে উঠানে এনে মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ভাইরাল হলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়, তবে অভিযুক্ত খলিলুর রহমান পালিয়ে যান।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ