ঢাবি ছাত্রদল হল কমিটির ৬ নেতাকে অব্যাহতি


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের চারটি হল কমিটির ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাসস সূত্রে জানা গেছে, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ; শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাবি ছাত্রদলের হল কমিটি গঠন করা হয়। এরপর কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যা তদন্তে প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা/জা