টপ নিউজ
পাংশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
৯ আগস্ট ২০২৫, ০৫:২৯ পি.এম.


ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে পুকুরে পড়ে মাহিম মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) আনুমানিক দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। মাহিম মন্ডল পাংশা কুড়িপাড়া গ্রামের মানিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম মন্ডল বসা কুষ্টিয়া নানা আহমদ আলীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে আজ (শনিবার) খেলার ছলে বসতবাড়ির দক্ষিণ পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তার নানী পুকুরের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ