• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্তানকে পুকুরে ছুড়ে হত্যা চেষ্টায় পিতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি    ১০ আগস্ট ২০২৫, ০২:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইকেলে  দিনভর ঘুরিয়ে রাতে  হত্যার উদ্দেশ্যে  ৬ বছরের শিশু সন্তানকে পুকুরের পানিতে ছুড়ে ফেলার  ঘটনায়  পাষণ্ড পিতা মুরাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। পথচারীর সহায়তায় প্রাণে বেঁচে যাওয়া শিশু তাসিন লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। রাতে শিশুটিকে পুকুরে পড়ে থাকতে দেখে ওই এলাকার আজিপুর রহমান শিশুটিকে পুকুর থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান, পরে ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ  শিশুটিকে থানায় নিয়ে আসে। 

তাসিনের মা ববিতা বেগম জানান, তাহসিনের বাবা মারা যাওয়ার পর ছয় সাত মাস আগে মুরাদের সাথে তার বিয়ে হয়, বিয়ের পর থেকেই তাসিনকে দেখতে পারে না সৎ বাবা মুরাদ, এর আগেও দুই তিনবার তাহসিনকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন মুরাদ, সর্বশেষ গতকাল রাতে ঘুরতে  নিয়ে এসে তাকে পুকুরের পানিতে ছুড়ে ফেলে হত্যা করতে চেয়েছিল। আমি এই পাষান্ডের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড চাই।   

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এই ঘটনায় শিশুটিকে উদ্ধারকারী আজিপুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা