ইবির বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০৩২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীনবরণ শুরু হয়। এ অনুষ্ঠানের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষাকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৪৪৭টি। তন্মধ্যে ২ হাজার ৪০৪ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ৪৩টি আসন ফাঁকা আছে।’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহীদুল ইসলাম বলেন, ‘ ফাঁকা আসনের বিষয়ে জিএসটি কমিটি ও বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিং করে জানাবে। পরে সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে জানাতে পারবো।’
নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়কে র্যাগিংমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে মাইকিং করে র্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, র্যাগিং বিরোধী প্রচারে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং জিরো-টলারেন্স। র্যাগিং এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ