• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর

বিনোদন ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৯:১১ পি.এম.
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ইঙ্গিত দিয়েছেন, যেকোনো দিন তিনি অভিনয় থেকে সরে দাঁড়াতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, পেশাগত উত্থান-পতন ও বর্তমান মানসিকতা নিয়ে অকপটভাবে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।

ঋতাভরী বলেন, “জীবনে যা কিছু চেয়েছি— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, সফল ক্যারিয়ার— সব পেয়েছি। কিশোরী বয়সে অভিনয় শুরু করেছিলাম জীবিকা নির্বাহের জন্য। কিন্তু দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও নানা ঘাত-প্রতিঘাত আমাকে বদলে দিয়েছে।”

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

তার মতে, শুরুর দিকে মানবিকতাকে প্রাধান্য দিলেও সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছেন— এই জগতে মানবিকতার ঘাটতি রয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে। অনেক সময় ব্যক্তিগত আবেগ ও মূল্যবোধকে উপেক্ষা করে পেশার স্বার্থে এগিয়ে যেতে হয়েছে, যা তাকে ভেতরে ভেতরে ক্লান্ত করেছে।

৩০ পেরিয়ে নিজের কাছে প্রশ্ন করেছেন— “এরপর কী?” সেই খোঁজে তিনি বুঝেছেন, আর কোনো কিছুর প্রতি লিপ্সা নেই। এখন তিনি পরিবার ও নিজের প্রতি ভালোবাসা ফিরিয়ে এনেছেন। ঋতাভরীর ভাষায়, “কাজের জন্য আমি আর বাঁচি না, নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।”

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

সব স্বপ্ন পূরণ হওয়ায় যেকোনো দিন অভিনয় ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা জানালেও, এখনই এমন কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে তার এই মন্তব্যে ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, তিনি হয়তো কিছুদিন বিরতি নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে চান, আবার কেউ কেউ ধারণা করছেন নতুন কোনো জীবন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন তিনি।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

টেলিভিশন ধারাবাহিক থেকে বড় পর্দা— দুই মাধ্যমেই সমান জনপ্রিয় ঋতাভরী সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সফল কাজ উপহার দিয়েছেন। তার অভিনীত চরিত্রগুলো যেমন দর্শকপ্রিয় হয়েছে, তেমনি নিজের ব্যক্তিত্ব ও খোলামেলা মতামতের জন্যও তিনি আলোচনায় থেকেছেন।

ভিওডি বাংলা/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল