• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে আইরা

বিনোদন ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০১:১৬ পি.এম.
ছবি-রশিদ মিথিলা-আইরা তেহরীম খান

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান এবার শোবিজে পা রাখলেন। বাবা-মায়ের পথ ধরে তার শুরুটা হলো একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র দিয়ে, যেখানে মায়ের সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু আর খান। 

এটি মা-মেয়েকে কেন্দ্র করে নির্মিত একটি কনসেপ্টচিত্র। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘নির্মাতা দলের প্রস্তাবটি শুনে ভালো লাগে। কারণ গল্পটি আমাদের বাস্তব সম্পর্কের মতো-মা-মেয়ে এবং একসঙ্গে সেরা বন্ধু।’

মেয়ে আইরার প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা জানান,  গল্পটা শুনেই আইরা আগ্রহ প্রকাশ করে। যদিও এটি বিজ্ঞাপনচিত্র, তবুও অভিনয়ের জায়গা ছিল। অডিশনে ভালো করেছিল, তবে শুরুতে একটু নার্ভাস ছিল। 

শুটিং প্রসঙ্গে মিথিলা বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথমবার কাজ করলেও আমার জন্য ব্যাপারটি সহজ ছিল। তবে আইরার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবে টিমের সহযোগিতায় সে ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি