• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান এ্যানির

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৬:৪২ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে  ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, এ ক্ষেত্রে সব পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। কারণ জুলাই আমাদের শিখিয়েছে— কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। কীভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হয়। তবে  ৫ আগস্টের পর কিছু নেতা লোভে পড়েছেন। তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কারণ লোভের কারণে আমরা লাইনচ্যুত হওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে যুবকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর রক্ষী বাহিনীর শাসন দেখেছি। আওয়ামী লীগের দুর্নীতি, গুম-খুন ও জিয়াউর রহমানের শাসনামল দেখেছি। তিনি যুবক থাকতেই শাহাদাৎবরণ করেছেন। বিএনপির চেয়ারপারসন তরুণদের নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানও তরুণদের স্পিরিটকে ধারণ করেন।

জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করছেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু