• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করলেন রবি শিক্ষার্থীরা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ১১:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের রেলগেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখনো অনুমোদন হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও কোন কার্যকর উদ্যোগ না থাকায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন।

এর আগে, গত ২৬ জুলাই 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস' এর কর্মসূচি বর্জনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের সূচনা করেন। এরপর চলমান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথনাটক, ‘শেকল ভাঙার গান’ এবং প্রতীকী ক্লাসের আয়োজন করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং  রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে প্রায় দুই ঘণ্টা ধরে উত্তরবঙ্গ ও ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়। এছাড়া শিক্ষার্থীরা মহাসড়কেই নবীনবরণ ও সেমিনারের আয়োজন করেন।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সকাল ৯টা ৩৯ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, সকাল ১১টা ২৮ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস এবং দুপুর ১টা ৪৭ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সময়সূচি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ‘যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
কুমারখালীতে দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
শেবাচিমে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলা
শেবাচিমে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলা
পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ
পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ