• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: চরমোনাইর পীর

মাগুরা প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ১১:২১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশে দৃশ্যমান সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। খুন, জুলুম, অর্থ পাচারের বিচার দেখতে চাই। এরপর প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’

মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনের ঘোষণা দিলেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সোহাগের মতো তরুণকে পাথর মেরে হত্যা করা হয়েছে। সাংবাদিকরাও নিরাপদ নন। এমন পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

চরমোনাই পীর অভিযোগ করেন,  গত বছরের ৫ আগস্টের পর একটি বড় দল চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে এখন চুপচাপ বসে আছে। এই কালো টাকা নির্বাচনের সময় গুণ্ডা তৈরি ও পরিবেশ নষ্টে ব্যবহৃত হবে। 

তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাত্র ৩০–৪০ শতাংশ ভোটেই সরকার গঠন করা যায়। এতে ৬০–৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষিত থাকে। কিন্তু পিআর পদ্ধতিতে হলে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামাল। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জেলা আমির এমবি বাকেরসহ অনেকে।

সমাবেশ শেষে মাগুরা-১ আসনে মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ১০ কোটি টাকার অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, আটক ৫
কুষ্টিয়ায় ১০ কোটি টাকার অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, আটক ৫
কুমারখালীতে দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
কুমারখালীতে দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
শেবাচিমে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলা
শেবাচিমে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলা