নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা


আসন্ন নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বর্তমান নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও অভিজ্ঞ রাজনীতিক ড. রফিকুল ইসলাম হিলালী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন এবং কাউন্সিলর ও নেতৃবৃন্দের প্রতি সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান।
ড. হিলালী বলেন, সাধারণ সম্পাদক পদ তার কাছে কোনো ক্ষমতার আসন নয়; বরং এটি একটি পবিত্র দায়িত্ব, অঙ্গীকার ও আমানত। তিনি জানান, তার দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের ইতিহাসে ভরপুর। রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ায় তিনি বারবার জেল, জুলুম, হামলা ও অসংখ্য মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন, এমনকি জীবনের নিরাপত্তা ও পরিবারের সুখ বিসর্জন দিয়েছেন; কিন্তু কখনো দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
তিনি আরও বলেন, “কারাগারের অন্ধকার কুঠুরিতেও দলের স্বার্থ ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করিনি। আমি বিশ্বাস করি, একটি শক্তিশালী সংগঠনের মেরুদণ্ড হলো ঐক্য, আর সেই ঐক্য রক্ষা করতে দরকার নিষ্ঠাবান, ত্যাগী, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব।”
নিজের সততা, শিষ্টাচার ও সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, উচ্চ শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে তিনি সবসময় দলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন।
কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটি ভোট শুধু আমাকে সাধারণ সম্পাদক করবে না, এটি হবে আমার ত্যাগ, ন্যায়ের পক্ষে অবস্থান, দলের প্রতি ভালোবাসা ও দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। আল্লাহর ইচ্ছায় যদি আপনারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেন, তবে আমি শুধু সাধারণ সম্পাদক হিসেবেই নয়, নেত্রকোনা-৩ আসনে এমপি নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সংসদ সদস্য হিসেবেও পাশে থাকব।”
তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “একজন মানুষ একা যতই চেষ্টা করুক, দলের বিজয় আসে সবার একসাথে কাজ করার মাধ্যমে। আপনাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও ভালোবাসা পেলে আমরা একসাথে নেত্রকোনা জেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সংগ্রামী রূপে গড়ে তুলতে পারব।”
প্রসঙ্গত, আসন্ন নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক দিকনির্দেশনা নির্ধারিত হবে।
ভিওডি বাংলা/ এমএইচ