• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমুদ্রে মাছ ধরছেন প্রভা, নতুন জীবনের গল্প

বিনোদন ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০১:২৬ পি.এম.
সাদিয়া জাহান প্রভা-ছবি সংগৃহীত

এক সময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে তিনি দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন। তবে সেই রঙিন শোবিজ জগৎ থেকে অনেক দূরে, এখন তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে-সেখানেই গড়ে তুলেছেন নিজের নতুন এক জগৎ।

অভিনয়কে বিদায় জানালেও প্রভা থেমে যাননি। বর্তমানে তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়, কাজের পাশাপাশি নিজের আনন্দময় মুহূর্তগুলোও তিনি ভাগ করে নিচ্ছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রভা একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল, মিষ্টি হাসি আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। ভক্তরা যেমন এই নতুন রূপ দেখে অবাক হয়েছেন, তেমনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রভাকে।

একজন মন্তব্য করেছেন, “দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।” আরেকজন লিখেছেন, “আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। এরপর একের পর এক জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। তবে বর্তমানে তিনি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে এক নতুন জীবনের পথে হাঁটছেন-যা তার অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
জয়াঅভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার রেকর্ড
জয়াঅভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার রেকর্ড