• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচলে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক    ১৩ আগস্ট ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন সারা দেশ থেকে আগত হাজারো শিক্ষক। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে-দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা সেখান থেকে সরবেন না।

শিক্ষকরা সকাল থেকেই প্রেস ক্লাবের পাশের সচিবালয় মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত অবস্থান নেন। এর ফলে তোপখানা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে-শিক্ষা ভবন মোড় হয়ে গুলিস্তান মোড় ঘুরে যানবাহন চলাচল করছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে আন্দোলনের মুখে সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা কার্যকর করলেও জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে চলমান অন্তর্বর্তী সরকারের শিক্ষাবিষয়ক উপদেষ্টা কিছু আশ্বাস দিলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

গত ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির ২২তম দিনে সরকারের পক্ষ থেকে উৎসব ভাতা ২৫% বৃদ্ধি, চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা চালুর ঘোষণা দেওয়া হয়। তবে বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও এ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‍‘দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমাদের এই আন্দোলন। এবারও যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে বৃহত্তর ও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবো।’

তিনি আরও জানান, আগামীকাল আরও বেশি সংখ্যক শিক্ষক ঢাকায় অবস্থান নেবেন এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করবেন।

সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান বলেন, ‘বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর কোনও আশ্বাসে কাজ হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা