• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

গাজায় সহায়তা নিতে গিয়ে ৩১ নিহত, অনাহারে মৃত্যু ৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৯৯ জনে, আহত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

মঙ্গলবার (১২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ১০০ জন, যাদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপ থেকে। আহত হয়েছেন আরও ৫১৩ জন।

এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৩১ জন, আহত ৩৮৮ জন। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন, আহত ১৩ হাজার ৪০৯ জন।

গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে। গেল ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৫ জন, যাদের মধ্যে রয়েছে ২ শিশু। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জন, এর মধ্যে শিশু ১০৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে থাকলেও অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা নিরাপত্তার অভাবে তা উদ্ধার করতে পারছেন না।

অপরদিকে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করার পর আরও ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে চালানো হয়।

এছাড়া, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত